শুক্রবার, 30 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নকল ভিসা ও বিমান টিকিট বানিয়ে প্রতারণা র‌্যাবের হাতে আটক প্রতারক

প্রতিবেদক
shafiel alam sumon
শুক্রবার, ৩০ মে ২০২৫ - ৮:৩৭ অপরাহ্ন

নকল ভিসা ও বিমানের টিকিট তৈরি করে এবং মানুষজনকে বিদেশে কাজে পাঠানোর কথা বলে কয়েক বছরেই তিনি হাতিয়ে নিয়েছেন প্রায় কোটি টাকা। এরকম এক প্রতারক আদম বেপারি শফিকুল ইসলাম কে গ্রেফতার করেছে র‌্যাব ১৪ ।

বৃহস্পতিবার রাত পৌনে দুইটার দিকে গাজীপুরের জয়দেবপুর টেকনোপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। শফিকুল ইসলামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ ইউনিয়নের পাটিরা গ্রামে।

র‌্যাব জানায়, শফিকুল ‘জাজিরা এয়ারওয়েজ’, ‘এয়ার আরাবিয়া’, ‘সালাম এয়ার’, ‘ইজিপ্ট এয়ার’সহ বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানের নামে নকল টিকিট বানিয়ে প্রতারণা করতেন। শুক্রবার (৩০ মে) বিকেলে তাঁকে ফুলবাড়ীয়া থানায় হস্তান্তর করা হয়েছে। শফিকুলের বিরুদ্ধে র‍্যাবের কাছে অভিযোগ করেন ফুলবাড়ীয়া উপজেলার শুশুতি গ্রামের আবদুল গণি (৩০) ও রাঙ্গামাটিয়া ইউনিয়নের পাহাড় অনন্তপুর গ্রামের নাজমুল হক।

আবদুল গণি বলেন, ‘ভাগ্যবদলের আশায় তুরস্কে যাওয়ার জন্য শফিকুলের হাতে মোট ৬ লাখ ১০ হাজার টাকা তুলে দিয়েছিলেন। তুরস্কে নেওয়ার কথা বলে পাসপোর্ট ও টাকা জমা নিলেও দেড় বছর ঘোরান শফিকুল। এরপর জানান, তুরস্ক যাওয়া যাবে না, ২০ দিনের মধ্যে সৌদি আরব পাঠানো হবে। তবে সেখানেও পাঠাতে পারেননি তিনি। গত ১৮ ফেব্রুয়ারি ‘জাজিরা এয়ারওয়েজ’ নামের একটি প্রতিষ্ঠানের ভুয়া বিমানের টিকিট ও ভিসা দেওয়া হয়েছিল।

পরে জানা যায়, টিকিট ও ভিসা দুটোই নকল। এরপর টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও ১০ এপ্রিল থেকেই এলাকা ছেড়ে পালান শফিকুল। দাদনের চাপ ও টাকা ফেরত না পেয়ে নিরুপায় হয়ে তিনি র‍্যাবের কাছে লিখিত অভিযোগ দেন। আরেক অভিযোগকারী আবদুল গণি বলেন, তাঁর যা সম্বল ছিল, সব বিক্রি করে ও দাদনে টাকা এনে দিয়েছিলেন। কিন্তু তাঁকেও বিদেশে পাঠানো হয়নি। টাকা চাইতে গেলে উল্টো তাঁকেই নানা হুমকি–ধমকি দিতেন শফিকুল। তাঁরা জানান, আশপাশের এলাকার অনেক মানুষ শফিকুলের মাধ্যমে প্রতারিত হয়েছেন।

র‍্যাব ১৪–এর অধিনায়ক নয়মুল হাসান বলেন, মানব পাচার ও প্রতারণার উদ্দেশ্যে গ্রামের সরল মানুষের সঙ্গে প্রায় তিন বছর ধরে প্রতারণা করছিলেন শফিকুল। তাঁর বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা হবে। এ কাজে জড়িত অন্যদের ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকনুজ্জামান জানান, শফিকুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগটি যাচাই–বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বিয়ের অনুষ্ঠানে এসে আটক হলেন আওয়ামী লী​গের ফখরুল আনোয়ার

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

চিলমারী উপজেলায় আইন সহায়তা দিবস ২০২৫ পালন

খানসামায় নবাগত ইউএনওর যোগদান

বিশ্ববিদ্যালয়ের ফটকে নেই নামফলক, পথ হারালেন অতিথি শিক্ষক

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ একটি রাজনৈতিক সিদ্ধান্ত – সিইসি

বাকৃবির তাপসী রাবেয়া হলে পুরস্কার বিতরণ ও পিঠা উৎসব আয়োজিত

দায়িত্ব গ্রহণ করলেন মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার এডমিরাল খন্দকার আক্তার হোসেন

রাবিতে একই খাতের নামে একাধিকবার অর্থ আদায়, উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান