রবিবার, 15 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আল কাসামের ভূত খ্যাত ‘আজ আল-দ্বীন হাদ্দাদ’ এখন হামাস প্রধান

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
রবিবার, ১৫ জুন ২০২৫ - ৪:২১ অপরাহ্ন

আল কাসামের ভূত’ নামে পরিচিত আজ আল-দ্বীন হাদ্দাদকে নতুন হামাস প্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে চালানো ‘অপারেশন আল আকসা ফ্লাড’-এর অন্যতম পরিকল্পনাকারী ছিলেন হাদ্দাদ। সেই হামলার পর থেকেই তিনি ইসরায়েলি নজরদারিতে ছিলেন। তবে বরাবরই পর্দার আড়ালে থাকা এই নেতাকে ‘লো প্রোফাইল’ এবং কৌশলী হিসেবে বর্ণনা করেছে মধ্যপ্রাচ্যের একাধিক গণমাধ্যম। এ কারণেই তিনি ‘ঘোস্ট অব আল কাসাম’—বা ‘আল কাসামের ভূত’ নামে পরিচিত।

চলতি বছরের মে মাসে মুহাম্মাদ সিনওয়ার নিহত হওয়ার পর হাদ্দাদ হামাসের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি অভিযানে প্রাণ হারান হামাসের তৎকালীন শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার। তার মৃত্যুর পর হামাসের উত্তর গাজার নেতৃত্বে আসেন হাদ্দাদ, আর দক্ষিণ গাজার দায়িত্বে ছিলেন মুহাম্মাদ সিনওয়ার।

আরব গোয়েন্দা সূত্র ও হামাসের দুই ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হাদ্দাদ তাঁর পূর্বসূরিদের তুলনায় অনেক বেশি বাস্তববাদী ও কূটনৈতিক কৌশলনায় দক্ষ। তিনি জানুয়ারিতে ইসরায়েলের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে সিনওয়ারকে চাপ দিয়েছিলেন, যার আওতায় মুক্তি পায় কয়েক ডজন ইসরায়েলি জিম্মি এবং বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেওয়া হয়।

এছাড়া, ইসরায়েলের দাবি অনুযায়ী, হামাসকে নিরস্ত্রীকরণ প্রসঙ্গে হাদ্দাদ আগের নেতাদের মতো একেবারে অনমনীয় নন। যেখানে সিনওয়ার সরাসরি এই দাবি প্রত্যাখ্যান করেছিলেন, সেখানে হাদ্দাদ তুলনামূলক নমনীয় অবস্থান গ্রহণ করেন বলে জানানো হয়েছে।

তবে ইসরায়েল হাদ্দাদকে এখন ‘গাজায় তাদের পরবর্তী লক্ষ্য’ বলে ঘোষণা করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেন, “গাজায় আজ আল-দ্বীন হাদ্দাদ এবং বিদেশে খালিল আল-হাইয়া—তোমরা এবং তোমাদের সব সহযোগী আমাদের পরবর্তী লক্ষ্য।”

ইসরায়েল হাদ্দাদের মাথার মূল্য নির্ধারণ করেছে ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। তবে এই গোপনচরিত্র নেতার গতিবিধি এখনও রয়ে গেছে দুর্লভ ও দুর্জ্ঞেয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় রাস্তা সংস্কারের জন্য আবেদন ও দাবি এলাকাবাসীর

পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৫০ ভারতীয় সেনা

বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত

জমি নিয়ে দ্বন্দে কৃষককে অপহরণের অভিযোগ

রাবিতে জাতীয়তাবাদী সহায়ক কর্মচারী ফোরামের সভাপতি সইজুদ্দিন, সম্পাদক পিয়ারুল

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পাতানো নির্বাচনের অভিযোগ

বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের জন্য ইউজিসি অর্থায়নে প্রশিক্ষণ

ইসরায়েল আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি: আরাকচি

যশোরে ডেভিল হান্টের অভিযানে আ.লীগের ৯ আটক

ময়মনসিংহ জাল দলিল সৃজন চক্রের সদস্য গ্রেফতার, অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার