সোমবার, 7 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে “জুলাই অভ্যুত্থানের” ১ম বার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি
সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি
সোমবার, ৭ জুলাই ২০২৫ - ১০:৩০ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ায় “জুলাই অভ্যুত্থান ২০২৪” এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২ জুলাই (বুধবার) ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কর্মসূচির সময়সূচি ঘোষণা করে।
প্রজ্ঞাপনে জানানো হয়, ২ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৫ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের লাল ব্যাচ পরিধানের নির্দেশনা দেওয়া হয়েছে। একই দিন অর্থাৎ ২ জুলাই আহতদের মাঝে চিকিৎসা সহায়তার চেক হস্তান্তরের কর্মসূচি রয়েছে। এছাড়া বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়াও, ১৬ জুলাই সকাল ১১টায় ইবি ল্যাব অ্যান্ড স্কুলের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রাফিতি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে কোরআনখানি আয়োজনের কথাও উল্লেখ রয়েছে। ১৬ জুলাই সন্ধ্যা ৬টায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হবে। ২৯ জুলাই বাদ জোহর আবারও কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন থাকবে। একই দিন দুপুর ১২টায় “জুলাই-আগস্ট সংগ্রহশালা” উদ্বোধন করা হবে। 
আরো জানা যায়, ২ আগস্ট থেকে ৪ আগস্ট পর্যন্ত ক্লাস চলাকালীন সময়ে বিভিন্ন অনুষদ ভবনের নিচে “জুলাই আন্দোলনের ডকুমেন্টারী” প্রদর্শন করা হবে। 
৩ আগস্ট সকাল ১০টায় “ছাত্র-শিক্ষক সংহতি দিবস” উপলক্ষে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন থাকবে। এদিন দুপুর ১২টায় জুলাই বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন হবে। ৩ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে ৬ আগস্ট ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, প্রশাসন ভবন, ভিসি মহোদয়ের বাসভবন, প্রশাসন ভবনের সামনের চত্বর এবং আবাসিক হলসমূহে লাল-সবুজ আলোকসজ্জা করা হবে। 
৪ আগস্ট সন্ধ্যা ৭:৩০টায় কেন্দ্রীয় ফুটবল মাঠে আতশবাজি প্রদর্শন করা হবে। ৫ আগস্ট সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এসব কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিভাগীয় সভাপতি ও হল প্রভোস্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এছাড়াও প্রতিটি বিভাগ ও হল নিজেদের উদ্যোগেও কর্মসূচি গ্রহণ করতে পারবে।
উল্লেখ্য, পুরো কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে জুলাই ১ম বর্ষপূর্তি বাস্তবায়ন কমিটি।
এছাড়াও এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন, প্রক্টর ‘অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামান’। যুগ্ম-আহ্বায়ক হিসেবে আছেন ছাত্র উপদেষ্টা, ‘অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলাম’। সদস্য-সচিব হিসেবে, উপ-রেজিস্ট্রার, শরীরচর্চা ও শিক্ষা বিভাগ, জনাব মোঃ মাছুদুল হক তালুকদার।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানিমূলক মামলার শিকার সোকসাস সভাপতি

যুক্তরাজ্য সফরে ইউনূসের কূটনৈতিক জয়

রংপুরে অনুষ্ঠিত হলো NUSDF স্কিল ডেভেলপমেন্ট সামিট ২০২৫

গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী স্কাউট সমাবেশ

ক্যাম্পাসের ভ্যানচালকদের মাঝে ইবি ছাত্রদল নেতার ইফতার বিতরণ

কুবি রোভার স্কাউটস গ্রুপের তাঁবুবাস ও দীক্ষা

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

হবিগঞ্জ মেডিকেল কলেজ স্থানান্তরের অপচেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেফতার

ত্রিশালের কোটিপতি পুলিশ সদস্য আনিছুর রহমান পিতাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে পুলিশে চাকরি