রবিবার, 27 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বুয়েটে ‘ক্লাইমেট হোপ বাংলাদেশ ২০২৫’ : জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তরুণদের জাগরণ

মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ - ৯:১৮ পূর্বাহ্ন

গত ২৫ এবং ২৬ এপ্রিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) দুই দিনব্যাপী ‘ক্লাইমেট হোপ বাংলাদেশ ২০২৫’ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে বাংলাদেশের তরুণ সমাজের ভূমিকা ও সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক হাজার তরুণ অংশগ্রহণ করেন। যুব সংগঠন ইয়ুথনেট গ্লোবাল, বুয়েট এনভায়রনমেন্ট ওয়াচ এবং গ্লোবাল ইয়ুথ চেঞ্জমেকারস-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে জলবায়ু সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রতিযোগিতা ও কার্যক্রমের আয়োজন করা হয়। ২৫ এপ্রিল আয়োজিত হয় “Opening Session”, এরপর একে একে “National Climate Science Olympiad 2025”, “Climate Hackathon”, “Climate Crossword”, “Climate Quiz Selection Round”, “Climate Essay Competition”, “Climate Case Study and Quiz Buzzer Round” এবং “Climate Art Competition”। দিনব্যাপী প্রদর্শনীতে ফটোগ্রাফি, ওয়াল ম্যাগাজিন, স্ক্র্যাপবুক ও জলবায়ু সহনশীল প্রকল্প উপস্থাপনা ছিল বিশেষ আকর্ষণ। ২৬ এপ্রিল সম্মেলনের দ্বিতীয় দিনে জলবায়ু বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনার আয়োজন করা হয়। আলোচনার বিষয়বস্তু ছিল “Nature and Biodiversity Conservation: A Pathway to Climate Resilience”, “Youth for Climate Hope: Shaping Bangladesh’s Just Future Through Equity and Justice”, “Climate Hope: Bridging Science and Action for a Pollution-Free Future” এবং “Climate Hope Bangladesh-2025″। অনুষ্ঠানের শেষাংশে ক্লোজিং ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের তরুণদের মাঝে আশার বার্তা ছড়িয়ে দিতে এবং নেতৃত্ব গড়ে তুলতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রণালয়ের ইআরডির জাতিসংঘ উইং চিফ একেএম সোহেল বলেন, “জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তাদের উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বই পারে ভবিষ্যৎকে নিরাপদ করতে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে প্রতিনিধিদলের জ্বালানি ও জলবায়ু কার্যক্রম বিষয়ক ফার্স্ট কাউন্সেলর এডউইন কোয়েকুক, সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব কো-অপারেশন নায়োকা মার্তিনেজ ব্যাকস্ট্রোম, বুয়েট এনভায়রনমেন্ট ওয়াচের মডারেটর অধ্যাপক ড. মফিজুর রহমান এবং ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান। সম্মেলনে অংশগ্রহণকারী তরুণ প্রতিনিধিরা বলেন, “আমরা শুধু সমস্যার চিত্র তুলে ধরছি না, বরং সমাধানে একসঙ্গে কাজ করছি। আমাদের স্বপ্ন টেকসই ও সহনশীল ভবিষ্যৎ গড়া।”

সর্বশেষ - বিশেষ সংবাদ