শুক্রবার, 13 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শান্তর বিদায়, ওয়ানডে দলে অধিনায়ক মিরাজ

মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
শুক্রবার, ১৩ জুন ২০২৫ - ১২:০৮ অপরাহ্ন

বাংলাদেশ ক্রিকেটে শুরু হয়েছে নেতৃত্বে নতুন এক অধ্যায়। টি-টোয়েন্টিতে লিটন দাস, টেস্টে নাজমুল হোসাইন শান্ত ও ওয়ানডেতে এখন থেকে নেতৃত্ব দিবেন মেহেদী হাসান মিরাজ। ভিন্ন তিন ফরম্যাটে তিন অধিনায়ক নির্বাচন করে বিসিবি যেমন নতুন কৌশলের ইঙ্গিত দিয়েছে, তেমনি আগামীর ক্রিকেটে আরও পরিণত পরিকল্পনার ছাপও রেখেছে।

ওয়ানডেতে শান্তর জায়গায় অধিনায়ক হয়েছেন অলরাউন্ডার মিরাজ। তার অধিনায়কত্বের প্রথম চ্যালেঞ্জ আসছে জুলাই মাসেই, শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২, ৫ ও ৮ জুলাই কলম্বোতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোয় টাইগারদের নেতৃত্ব দেবেন মিরাজ।

অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফর্ম করে আসছেন মিরাজ। শুধু বোলার নয়, সময়ের সঙ্গে নিজেকে একজন কার্যকর ব্যাটসম্যান হিসেবেও প্রমাণ করেছেন তিনি। ভারতের বিপক্ষে ম্যাচজয়ী সেঞ্চুরি, নিউজিল্যান্ডের মাটিতে কার্যকর স্পেল বা গুরুত্বপূর্ণ সময়ে ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়া—এসবই তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

ওয়ানডেতে মিরাজ বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার যিনি ১০০ উইকেট ও ১,০০০ রান সংগ্রহ করেছেন। এছাড়া টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে আছেন শীর্ষ দুইয়ে। নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও তার নতুন নয়—অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক এবং জাতীয় দলের হয়েও চারটি ওয়ানডেতে ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, তিন ফরম্যাটে তিন অধিনায়ক নির্বাচন দলকে ফ্রেশ দৃষ্টিভঙ্গি দেবে এবং আলাদা কৌশল প্রয়োগের সুযোগ তৈরি করবে। মিরাজ, শান্ত ও লিটন—তিনজনই তরুণ, চতুর এবং প্রতিভাবান। এদের কাঁধে এখন দেশের ক্রিকেটের ভবিষ্যৎ।

সর্বশেষ - বিশেষ সংবাদ