শনিবার, 12 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাঁচ বিভাগীয় শহরে রাবির ভর্তি পরীক্ষা, অভিভাবক-শিক্ষার্থীদের স্বস্তি

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
শনিবার, ১২ এপ্রিল ২০২৫ - ৬:৫৫ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'বি' ইউনিটের (বানিজ্য অনুষদ) ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো রাজশাহীসহ ৫টি বিভাগীয় শহরের মোট ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় শহরে এ ভর্তি পরীক্ষা হওয়াতে শিক্ষার্থীসহ অভিভাবকদের ভোগান্তি কম। 
শনিবার (১২ এপ্রিল) সকাল ১১টায় এ ভর্তি পরীক্ষা রাজশাহী সহ পাঁচটি বিভাগীয় শহরে  (ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর) অনুষ্ঠিত হয়েছে এবং শেষ হয়েছে বেলা ১২টায়। 
অন্যান্য বছর লক্ষ্য করলে দেখা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা শুধু রাজশাহীতে হওয়ার কারণে শিক্ষার্থীসহ অভিভাবকদের পড়তে হতো নানা ধরনের ভোগান্তিতে। এ বিষয়টিকে বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবার প্রথমবারের মতো ৫টি বিভাগীয় শহরে রাবির ভর্তি পরীক্ষার আয়োজন করেছে যাতে করে কোনো শিক্ষার্থী বা অভিভাবককে কোনো প্রকার ভোগান্তিতে না পড়তে হয়।  
ভর্তি পরিক্ষার্থী জুনাইদ আলম অর্ণব বলেন, পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রশ্ন মোটামুটি ভালোই ছিল এবং পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এবার ৫ টি বিভাগীয় শহরে পরীক্ষা হওয়ায় ক্যাম্পাসে ভীড় কম এবং যাদের চট্টগ্রাম, ঢাকার মতো দূর-দুরান্ত থেকে আসতে হতো তাদেরও এইবার সুবিধা হয়েছে। প্রশাসনের এই ব্যাতিক্রমী উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। 
ভর্তিচ্ছু শিক্ষার্থীর সাথে আসা একজন অভিভাবক ইসমাইল হোসেন বলেন, আমার বাসা বগুড়া তাই আমি আমার মেয়েকে রাজশাহীতে পরিক্ষা দিতে নিয়ে আসছি। কিন্তু আমি দেখেছি অন্যবার শুধু রাজশাহীতে এ ভর্তি পরীক্ষা হওয়াতে দূর-দুরান্ত থেকে তাদের ছেলে-মেয়েদের পরীক্ষা দিতে নিয়ে আসতো, তাদের অনেক ধরনের ভোগান্তিতে পড়তে হতো। এবার রাবির ভর্তি পরীক্ষা পাঁচটি বিভাগে হওয়াতে শিক্ষার্থীদের যেমন কোনো চাপে পড়তে হচ্ছে না। তেমনিভাবে অভিভাবকদেরও তাদের ছেলে-মেয়েদের নিয়ে কোনো চিন্তা করা লাগছে না। 
তিনি আরো বলেন, আমি দেখছি এবার ক্যাম্পাসের মধ্যে অনেকগুলো হেল্প ডেস্ক বসানো হয়েছে এবং অন্যবারের মতো উপচে পড়া ভিড়ও নেই তাই আমরা অভিভাবকরা এবার আমাদের ছেলে-মেয়েদের পরীক্ষা দিতে নিয়ে এসে অন্যবারের থেকে অনেকটা স্বস্তি অনুভব করছি। 
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মাঈন উদ্দিন বলেন, এবারের বহু কেন্দ্রীক পরীক্ষা নেওয়াটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। তবে আমরা অনেক স্বস্তির সাথেই পরীক্ষাটি নিতে পেরেছি। আমরা অনেক খুশি যে এবারে শিক্ষার্থী ও অভিভাবকদের কোন ভোগান্তি পোহাতে হয়নি। রাজশাহী সহ অন্যান্য কেন্দ্রে পরীক্ষা নিতে কোন সমস্যা হয়নি। 
উল্লেখ্য, আগামী ১৯ ও ২৬ এপ্রিল যথাক্রমে 'এ' এবং 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা একইভাবে পাঁচটি বিভাগেই অনুষ্ঠিত হবে বলে জানা যায়। 

সর্বশেষ - বিশেষ সংবাদ