রবিবার, 22 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

স্বাস্থ্য নিয়ে সচেতনতা ছাড়া একটি সুন্দর জাতি গড়ে তোলা সম্ভব নয় – যবিপ্রবি কোষাধ্যক্ষ

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ২২ জুন ২০২৫ - ৯:২০ অপরাহ্ন

“স্বাস্থ্য নিয়ে সচেতনতা ছাড়া একটি সুন্দর জাতি গড়ে তোলা সম্ভব নয়”- বলেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

রোববার (২২ জুন) সকাল সাড়ে ১০টায় যবিপ্রবির পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের আয়োজনে কেন্দ্রীয় গ্যালারিতে অনুষ্ঠিত হয় “ইমার্জিং নিউট্রিশনাল ট্রেন্ডস অ্যান্ড দেয়ার ইমপ্যাক্টস অন হেলথ” শীর্ষক প্রথম জাতীয় সম্মেলন।

কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. হোসেন আল মামুন আরো বলেন, “আমাদের স্বাস্থ্য সচেতন হতে হবে। যদি আমরা স্বাস্থ্য নিয়ে সচেতন না হই, আগামীতে একটি সুন্দর জাতি গড়ে তোলা সম্ভব না। বর্তমান বাংলাদেশে খাদ্যে ভেজাল মেশানোর প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, এতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হুমকির সম্মুখীন হবে। আমাদের উচিত স্বাস্থ্য সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলা।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “এনএফটি বিভাগ বর্তমান বিশ্বে চাহিদাসম্পন্ন একটি বিভাগ। উচ্চশিক্ষাসহ চাকরির বাজারে এর গুরুত্ব অনেক। এই বিভাগের শিক্ষার্থীদের চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার সুযোগ বেশি। তোমাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের চিন্তাভাবনার উন্নতি করতে পারলে তোমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।”

ব্যক্তিভিত্তিক পুষ্টিগত পরিকল্পনা, অন্ত্রের মাইক্রোবায়োবের প্রভাব, বৈশ্বিক স্বাস্থ্যগত চ্যালেঞ্জ, নতুন পণ্যের উদ্ভাবন, উদ্ভিদভিত্তিক ও টেকসই খাদ্যাভ্যাসসহ নানা বিষয়ে অগ্রগতি তুলে ধরা হয় এই জাতীয় সম্মেলনে।

কনফারেন্সে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. এ. কে. ওবায়দুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রুহুল আমিন, ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এসএম আব্দুর রউফ। তাঁরা তাদের গবেষণালব্ধ তথ্য ও অভিজ্ঞতার ভিত্তিতে পুষ্টি ও স্বাস্থ্যবিষয়ক বিষয়গুলো নিয়ে স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে আলোকপাত করেন।

কনফারেন্সের প্রথম পর্ব শেষে সাড়ে ১২টায় শুরু হয় ওরাল প্রেজেন্টেশন, যাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এরপর দুপুর ২টায় শুরু হয় পোস্টার প্রেজেন্টেশন। বিকেল ৪টায় কনফারেন্সে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ ও পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

কনফারেন্সে বক্তব্য রাখেন কনফারেন্সের আহ্বায়ক ও এনএফটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিরিন নিগার, সহযোগী অধ্যাপক ও কনফারেন্সের সদস্য সচিব ড. মো. ওমর ফারুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রশিদা পারভিন, ড. মো. শিমুল ইসলাম, সহকারী অধ্যাপক তানভীর আহমেদ, ড. মো. আলাউদ্দিন, ফাতেমা-তুজ-জোহরাসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন নিশাত আহমেদ ও হাবীবা রহমান।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ভূরুঙ্গামারীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

বেতন-ভাতা না পেয়ে দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক-কর্মীদের মানবেতর জীবনযাপন যশোর ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

২০২৪ সালে বাকৃবি: কৃষি খাতে সাফল্যের নতুন অধ্যায়

ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল, সেক্রেটারি ইউসুফ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে ছয়মাসে তিনবার রদবদল

পাকিস্তানের পাল্টা জবাবে ভারতের দুই যুদ্ধবিমান ভূপাতিত

যবিপ্রবিতে এয়ারটেলের কনসার্টে অবাধে মাদক সেবন, বহিরাগতদের দৌরাত্ম্য

পবিপ্রবিতে ভবিষ্যতের নেতাদের জন্য STEM অনুপ্রেরণামূলক রোল মডেল শীর্ষক সেমিনার

শীতার্তদের মাঝে উষ্ণতার আমেজ ছড়ালেন পাবিপ্রবির জোনাকি