শনিবার, 21 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইসরায়েলের বিরুদ্ধে নতুন ফ্রন্ট গঠন করতে চায় জেনারেল ডাল্লা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শনিবার, ২১ জুন ২০২৫ - ১:১৫ পূর্বাহ্ন

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ ও চতুর্থ ডিভিশনের সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল গিয়াথ ডাল্লা ইসরায়েলের বিরুদ্ধে নতুন ফ্রন্ট গঠন করতে চান। এই উদ্দেশ্যে তিনি ইরানের কাছে বিপুল অর্থ সহায়তা চেয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল-কে এক সিরিয়ান নিরাপত্তা সূত্র ও সাবেক সরকারি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

জেনারেল ডাল্লা পরিকল্পনা করছেন বিলুপ্ত আসাদপন্থী সেনাবাহিনীর সদস্যদের নিয়ে একটি নতুন মিলিশিয়া গড়ে তুলতে, যারা ইসরায়েল ও সিরিয়ার বর্তমান সরকারের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে সক্ষম হবে। এজন্য তিনি ইরানের কাছ থেকে শত শত মিলিয়ন ডলার সহায়তা চেয়েছেন।

২০১১ সাল থেকে সিরিয়ায় চলা গৃহযুদ্ধের ধারাবাহিকতায় ২০২৩ সালের ডিসেম্বরে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বাধীন বিদ্রোহীদের হাতে বাশার আল-আসাদ সরকার পতনের পর ডাল্লাসহ অনেক আলাওয়ি নিরাপত্তা কর্মকর্তা লেবাননে পালিয়ে যান। আলাওয়ি সম্প্রদায় শিয়া মতাদর্শভিত্তিক একটি সংখ্যালঘু গোষ্ঠী, যারা দীর্ঘদিন ধরে সিরিয়ার শাসনক্ষমতায় ছিল।

ডাল্লা বিশ্বাস করেন, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা একটি ‘সুবর্ণ সুযোগ’। তিনি আলাওয়িদের ঐক্যবদ্ধ করে ইরান-সমর্থিত পুরনো প্রক্সি গোষ্ঠীগুলো আবার সক্রিয় করতে চান, বিশেষ করে দক্ষিণ সিরিয়ায়, যেখান থেকে অতীতে ইসরায়েলের বিরুদ্ধে রকেট হামলা চালানো হতো।

সম্প্রতি দক্ষিণ সিরিয়ার দেরা প্রদেশে একটি অস্ত্র গুদামে গ্রাড রকেট উদ্ধার এবং গোলান মালভূমিতে হিজবুল্লাহ সংশ্লিষ্ট গোষ্ঠীর হামলার ঘটনায় ডাল্লার পরিকল্পনার বাস্তব ভিত্তি স্পষ্ট হয়।

তাঁর নেতৃত্বে গঠিত একটি নতুন গোষ্ঠী ‘মিলিটারি কাউন্সিল ফর দ্য লিবারেশন অব সিরিয়া’ হিসেবে চিহ্নিত হয়েছে। তবে এই গোষ্ঠী এইচটিএস-এর সামরিক অভিযানে বেশ দুর্বল প্রতিপক্ষ হিসেবে বিবেচিত হয়েছে। মার্চ মাসে আলাওয়ি পাহাড় অঞ্চলে এইচটিএস-এর অভিযানে প্রায় ১,৩০০ জন আলাওয়ি নিহত হন।

সিরিয়ার অভ্যন্তরে আলাওয়ি সম্প্রদায়ের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। কেউ নতুন সরকারের সঙ্গে সহাবস্থানের পথে হাঁটতে চাইছেন, আবার কেউ ডাল্লার মতো স্বাধীন আলাওয়ি প্রদেশ গঠনের স্বপ্ন দেখছেন।

ডাল্লা এখনো কিছু গোপন অস্ত্রভাণ্ডারের ওপর নির্ভর করছেন। তাঁর ঘনিষ্ঠরা বলছেন, তিনি ১ লাখের বেশি সাবেক আলাওয়ি নিরাপত্তাকর্মীকে সংগঠিত করে নতুন প্রতিরোধ গড়ে তুলতে চান। তাঁর ধর্মীয় মতাদর্শ এবং অপেক্ষাকৃত দুর্নীতিমুক্ত ভাবমূর্তি ইরানের কাছে তাঁকে গ্রহণযোগ্য করে তুলতে পারে।

তবে প্রশ্ন রয়ে যায়—ইরান নিজেই যখন অভ্যন্তরীণ অস্থিরতা ও অর্থনৈতিক চাপের মধ্যে আছে, তখন তারা আদৌ সিরিয়ায় নতুন প্রক্সি ফ্রন্টে অর্থ ঢালবে কিনা, তা অনিশ্চিত।

সর্বশেষ - বিশেষ সংবাদ