শনিবার, 14 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইসলামপন্থীদের ঐক্য এখন সময়ের দাবি: মামুনুল হক

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শনিবার, ১৪ জুন ২০২৫ - ১২:০৭ পূর্বাহ্ন

বাংলাদেশে যেন আবার কোনো একদলীয় দুঃশাসনের ছায়া ঘনিয়ে না আসে—এমন সতর্কতা জানিয়ে ইসলামপন্থীদের ঐক্য ও দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

সৌদি আরবের রিয়াদে এক ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“রাজনীতিতে মতভিন্নতা থাকবেই, তবে তা যেন বিভাজন ও সংঘাতে পরিণত না হয়। ইসলামপন্থীদের পারস্পরিক বিরোধ দেশের স্বাধীনতা ও ভোটাধিকারের জন্য হুমকি হয়ে উঠতে পারে।”

রিয়াদ মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা হুসাইন হাবীবুর রহমান। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও প্রবাসী নেতৃবৃন্দ, পাশাপাশি স্থানীয় সমমনা ইসলামী দলগুলোর প্রতিনিধিরাও।

মামুনুল হক বলেন, “এই মিলনমেলা প্রমাণ করে, প্রবাসী বাংলাদেশিরা চেতনাগতভাবে এখনও ঐক্যবদ্ধ। ইসলামী শক্তির মধ্যে সহনশীলতা ও সহযোগিতা বজায় থাকলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ।”

আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ফিলিস্তিন, কাশ্মীর, আরাকানসহ বিশ্বজুড়ে মুসলমানরা নির্যাতিত, অথচ মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ নয়। বাংলাদেশ যেন অন্তত এই বিভাজনের অংশ না হয়, সেই আহ্বান জানান তিনি।

মাওলানা মামুনুল হক আরও বলেন,
“বাংলাদেশ খেলাফত মজলিস একটি পরমতসহিষ্ণু, শান্তিপূর্ণ ও ইসলামি মূল্যবোধভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। দেশের ভেতর এবং প্রবাসে সংগঠনের কাঠামো আরও শক্তিশালী করা হবে।”

সর্বশেষ - বিশেষ সংবাদ