বৃহস্পতিবার, 22 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নজরুল বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে বিজকেস-২০২৫ সম্পন্ন

প্রতিবেদক
Nitai Roy
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ - ৭:০৫ অপরাহ্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে বিজনেজ কেইস কম্পিটিশন বিজকেস -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২মে)সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির চতুর্থ তলায় আয়োজিত হয় বিজকেস ২০২৫। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ডক্টর মো.জাহাঙ্গীর আলম । বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় প্রধান (ব্যাবস্থাপনা বিভাগ)  তরিকুল ইসলাম জনি, বিভাগীয় প্রধান ( সমাজবিজ্ঞান বিভাগ) মাসুদুর রহমান, স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রেসিডেন্ট ইবনুল হায়দার নকিব । প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন  প্রিজমইয়ারপি এর প্রতিষ্ঠাতা ইকবাল আহমেদ এফ. হাসান (রাসেল) ম্যানেজিং ডিরেক্টর ডিভাইন আইটি লিমিটেড , ট্রেন্ডস বার্ড লিমিটেড এর সিইও তানজিল আবেদীন , রায়হান ইসলাম,সিনিয়র এক্সেকিউটিভ অফিসার এবং টেকনিকাল টিম ডিরেক্টর – এস আর ড্রিম আইটি ।আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক জেনারেল সেক্রেটারি মনিরুল ইসলাম মনি, সাবেক প্রেসিডেন্ট সোহেল সাদমান ইসলাম এবং সাবেক জেনারেল সেক্রেটারি লুৎফুল নাসিফ পুলকসহ অনেকেই। 

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাব আয়োজিত প্রতিযোগিতা বিজকেস একটি ন্যাশনাল ইভেন্ট যা ২০২০ সালে প্রথম বার এর মতো শুরু হয় কিন্তু করোনার জন্য স্থগিত হয়ে যায়। পরবর্তীতে ২০২২ সালে এটি আবার আয়োজিত হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় বার এর মতো বিজেকেস ২০২৫ আয়োজিত হয়েছে বর্তমান প্রেসিডেন্ট আব্দুল আওয়াল এবং সেক্রেটারি মো. ফুয়াদ মোস্তাকিম এর নেতৃত্বে ।

সারা দেশ থেকে ৫৫+ টির অধিক বিশ্ববিদ্যালয় থেকে ২৭০+ টি টিম এতে অংশগ্রহণ করে। তিনটি রাউন্ডের মাধ্যমে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটির পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে রয়েছে এসআর ড্রিম আইটি , সহযোগি স্পন্সর হিসেবে আছেন মন্য সিরামিক এবং ডাটা সলিউশন-৩৬০ । এছাড়া  নিউজ পার্টনার হিসেবে সমকাল সহ আরো ১৯ স্পন্সর রয়েছে যেমন এআই পার্টনার ওয়ানব্রেইন এআই , ট্রাভেল পার্টনার ইউইস বাংলা এয়ার লাইনস, নিউট্রিশন পার্টনার গ্রামীণ ডানোন শক্তি , হানি পার্টনার হানি ড্রপ, কেটারিং পার্টনার গ্রান্ড কিচেন রেস্টুরেন্ট, জব প্লেসমেন্ট পার্টনার সম্ভব, ইয়ুথ এঙ্গেজমেন্ট পার্টনার এক্সসেলেন্স বাংলাদেশ, ইকো সিস্টেম পার্টটিম- ভিওয়াইএলসি ভেঞ্চার , কফি পার্টনার নেসকেফে, থিয়েটার পার্টনার স্টার সিনেপ্লেক্সে, নলেজ পার্টটিম-পিপল এন্ড টেক , টেক পার্টনার পাওয়ার মেইট, ডিজিটার মিডিয়া পার্টনার ইনফগ্রাম, প্রিন্ট মিডিয়া পার্টনার দা বিজনেস স্ট্যান্ডার্ড, আউটরিচ পার্টনার এরিটাস ডিজিটাল, সাপ্লিমেন্ট ফুড পার্টনার গহীন ফুড, ফটোগ্রাফি পার্টনার (JKKNIU) ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাব, স্নেকস পার্টনার বেকমেন’স এবং রেডিও পার্টনার ৯৬.৪ স্পাইস এফ এম।প্রতিযোগিতাটির ফলাফল ঘোষিত হয় একই দিনের দ্বিতীয় ভাগে। বিজয়ী টিম হিসেবে নির্বাচিত হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদালয়ের টিম- ‘Dumplings’  ,প্রথম রানার্সআপ হিসেবে জয়ী হয়েছে আইবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদালয়ের টিম- Freak Fein, দ্বিতীয় রানার্সআপ নর্থ সাউথ বিশ্ববিদালয়ের টিম- Canto Manto  ।

এ উপলক্ষে বিকেলে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তব্য রাখেন বর্তমান প্রেসিডেন্ট আব্দুল আওয়াল এবং সেক্রেটারি মো. ফুয়াদ মোস্তাকিম । 

প্রেসিডেন্ট আব্দুল আওয়াল বলেন, শুরুতেই BizCase 2025 ইভেন্টের সাথে জড়িত সবাইকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে স্কিল ডেভেলপমেন্ট ক্লাবকে আরো বহুদূর এগিয়ে নিতে এভাবেই সবাইকে পাশে থাকার অনুরোধ জানান।

জেনারেল সেক্রেটারি মো. ফুয়াদ মোস্তাকিম বলেন, বিজয়ী টিমকে অভিনন্দন জানিয়ে তাদের সাফল্য কামনা করেন এবং ফাইনালিস্ট সকল টিমকেই তাদের এই অর্জনকে পুঁজি করে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেন।

প্রসঙ্গত, ‘টাইম টু মুভ’ স্লোগানে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাব (এসডিসি) ২০১৮ সালের ১৩ মার্চ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রায় ৪০০ জন সদস্য নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও সমৃদ্ধ ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা এবং প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ক্লাবটি। যার মধ্যে-স্পোকেন ইংলিশ, সিভি রাইটিং যোগাযোগ দক্ষতা, সফট স্কিল, কূটনৈতিক চর্চাসহ সামাজিক, সৃষ্টিশীল বিভিন্ন কাজ উল্লেখযোগ্য ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

২০২৪-২৫ শিক্ষাবর্ষের GST গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন করলো নজরুল বিশ্ববিদ্যালয়।

কুড়িগ্রামের উলিপুরে সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষকের সিদ্ধান্তে চলছে বিদ্যালয়

রূপগঞ্জে উলামা কনফারেন্স অনুষ্ঠিত 

ইবিতে স্বতন্ত্র ভর্তির দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরে ১৫ লক্ষাধিক মানুষের উপস্থিতি শেষ হয়েছে তাফসিরুল কুরআন মাহফিল

শেকৃবিতে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত

সোহরাওয়ার্দী কলেজ লিও ক্লাবের লায়ন্স ইন্টারন্যাশনালের চার্টার অর্জন

রাবিতে কোরআন পোড়ানো ঘটনায় মূল অভিযুক্তের পরিচয় মিলেছে

প্রসূতি মায়ের ইনজেকশন নবজাতকের শরীরে পুশ! অতঃপর…

হাবিপ্রবিতে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে ছাত্রলীগ নেতা