রবিবার, 15 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাবা শুধু সম্পর্ক নয়, জীবনের নীরব যোদ্ধা: আজ বিশ্ব বাবা দিবস

মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
রবিবার, ১৫ জুন ২০২৫ - ১:২৮ অপরাহ্ন

আজ ১৫ জুন বিশ্ব বাবা দিবস। সামাজিক মাধ্যমে এই দিনে বাবাদের প্রতি ভালোবাসার ঝলক ফুটে ওঠে হাজারো ছবি, পোস্ট ও আবেগঘন কথায়। তবে এই আবেগের আড়ালে লুকিয়ে থাকে সেই কঠিন বাস্তবতা, যা আমরা অনেক সময় চোখের সামনে থেকেও দেখতে চাই না। বাবারা যাঁরা নিজের স্বপ্ন ছেড়ে সন্তানের স্বপ্ন পূরণের পথে নিরন্তর পরিশ্রম করেন, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই অনেক সময় সন্তানদের বোঝা মনে হয়।

বাবারা আমাদের জীবনের প্রথম শিক্ষক, প্রথম বন্ধু, প্রথম রক্ষাকবচ। সকালে সূর্য ওঠার আগে কাজে চলে যাওয়া থেকে সন্ধ্যার আলো ফিকে হওয়া পর্যন্ত তাদের পরিশ্রম থামে না। রোদ-বৃষ্টি, শীত-গরম উপেক্ষা করে তারা যেন সন্তানের মুখে খাবার পৌঁছে দিতে পারেন, সেটাই তাদের প্রার্থনা। এই নিঃস্বার্থ ত্যাগের গল্প আমরা জানি কমই। কিন্তু যখন বয়স হয়, শক্তি কমে যায়, তখন অনেকে বাবাকে বোঝা মনে করে বা অবহেলা করে।

বিশ্ব বাবা দিবস কেবল ছবি শেয়ার করার বা “হ্যাপি ফাদার্স ডে” লেখার দিন নয়। এটি বাবাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের, ভুল বোঝাবুঝি ভুলে তাদের সম্মান জানানোর দিন। যাঁরা আমাদের জীবনের নীরব নায়ক, যাঁরা ভালোবাসা শুধু শব্দে নয়, কাজ ও ত্যাগে দেন—তাদের প্রতি আমাদের দায়িত্ব ও শ্রদ্ধা প্রকাশের দিন। বাবার ভালোবাসা হয় নিঃস্বার্থ ত্যাগ ও পরিশ্রমে, যা প্রতিটি দিনের শ্রদ্ধার দাবিদার।

যারা বাবাকে হারিয়েছেন, তারা ভালোভাবেই বোঝেন বাবার অভাব কতটা কষ্টের। জীবনের ছোট-বড় সমস্যার মোকাবিলা করতে হয় একা, আর সেই সময় বাবার আদর, সাহস দেওয়ার কথা, ‘বাবা’ বলে ডাকার সেই মিষ্টি শব্দটির মূল্য অনুভব হয় আরও গভীরভাবে। বাবার অবর্তমানে জীবন হয়ে ওঠে একাকী, যেখানে দিকনির্দেশনা বা নির্ভরতার অভাব টের পাওয়া যায়। তাই সময় থাকাকালীন বাবার কথা শ্রদ্ধার সঙ্গে শোনা, ভালো সম্পর্ক গড়ে তোলা খুবই জরুরি।

বাবাকে শুধু একটি সম্পর্ক হিসেবে নয়, আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, শক্তির উৎস হিসেবে মানতে হবে। আজকের দিনে শুধু ভালোবাসার ছবি শেয়ার নয়, বরং প্রতিদিন বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের প্রতিজ্ঞা করাই হবে প্রকৃত সম্মান। কারণ একদিন যখন তিনি আর থাকবেন না, তখন বোঝা যাবে বাবার মূল্য কত অমূল্য ছিল।

সর্বশেষ - বিশেষ সংবাদ