রবিবার, 18 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল বিকল্প বিদ্যুতের সংযোগ নেই লোডশেডিংয়ে ওষ্ঠাগত রোগীদের প্রাণ

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
রবিবার, ১৮ মে ২০২৫ - ৩:৫২ অপরাহ্ন

যশোরে গত কয়েক দিন ধরেই চলছে অব্যাহত তপপ্রবাহ। এর সাথে লোডশেডিং জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি রোগীদের। বিশেষ করে প্রসূতি ও শিশু রোগীরা দূর্বিষহ গরমে বিদ্যুত চলে গেলে আরও অসুস্থ হয়ে পড়ছেন।

এদিকে, রোগীদের কথা বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাসপাতালে সাধারণ বিদ্যুৎ ফেজ লাইনের সাথে জরুরি বিদুতের ফেজ লাইন চালু করেন। আবার বিদ্যুতের বিকল্প হিসাবে রাখা হয়েছে জেনারেটরের ব্যবস্থা। কিন্তু সাধারণ বিদ্যুৎ ফেজ লাইনের বিদ্যুৎ চলে গেলে জরুরি বিদুতের ফেজর লাইন ও জেনারেটর লাইনের সুবিধা পাচ্ছেন না ভর্তি রোগীরা। যে কারণে হাসপাতালে বিদ্যুত চলে গেলে রোগীরা গরম সহ্য করতে না পেরে আরও অসুস্থ হয়ে পড়ছেন। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের সাথে থাকা স্বজনদেরও। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রশাসনিক সূত্রে জানা গেছে, যশোর ২৫০ শয্যা হাসপাতালে বেডের বিপরীতে রোগী থাকে প্রায় সড়ে ৪শ’ জন। এই রোগীর সাথে সর্বনিম্ন ২জন করে মোট ৮শ জনের বেশি স্বজনরা উপস্থিত থাকেন হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ ওয়ার্ডের মধ্যে রোগীদের স্থান দিতে না পেরে রোগীদের জন্য ব্যবহার করছেন করিডোর। এতে করে ঠাসাঠাসি করে থাকতে হচ্ছে রোগীদের।

এদিকে যশোরে চলছে প্রচন্ড তাপপ্রবাহ। তার উপরে রয়েছে লোডশেডিং। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। গরম সহ্য করতে না পেরে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছেন।

গত বুধবার,  বৃহস্পতিবার, ও শনিবার  হাসপাতাল ঘুরে দেখা যায়, মহিলা মেডিসিন ওয়ার্ডে রোগী ভর্তি রয়েছেন ৮৬জন। পর্যায়ক্রমে পুরুষ মেডিসিনে ৬৭জন, সার্জারিতে ৫২জন, শিশু ওয়ার্ডে ৫৭জন, লেবার ওয়ার্ডে (প্রসূতি) ৪৮জন। এছাড়াও সংক্রামণ ওয়ার্ডে, পেয়িং ওয়ার্ডেও রোগী রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ।

এ সময় মহিলা মেডিসিন ওয়ার্ডে রোগীর ছেলে রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, গত শনিবারে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রাম থেকে তার মা রাশিদা বেগমের শারীরিক বিভিন্ন সমস্যার জন্য চিকিৎসা নিতে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করি। কিন্তু গরমে ঘনঘন বিদ্যুৎ চলে যাওয়ায় মা আরও অসুস্থ হয়ে পড়ছেন। তিনি আরও বলেন, আধুনিক যুগেও হাসপাতালে বিদ্যুতের বিকল্প কোন ব্যবস্থা নেই ওয়ার্ডে। একইভাবে অন্যান্য ওয়ার্ডের রোগী ও তাদের স্বজনরাও একই অভিযোগ করেছেন। হাসপাতাল ওয়ার্ডে কর্মরত সেবিকা আসমা আক্তার জানিয়েছেন, সকালে, বিকালে ও রাতে লোডশেডিংয়ে ওয়ার্ডে বিদ্যুৎ থাকে না। এ অবস্থায় দিন-রাতে মোমবাতি জ্বালিয়েও কাজ করতে হয়। আগত রোগীরা চরম দুর্ভোগের শিকার যেমন হচ্ছে: তেমনি রোগীদের সেবা দিতেও সমস্যা হচ্ছে সেবিকাদের। বর্তমানে হাসপাতালের অধিকাংশ ওয়ার্ডে একই অবস্থা। বিদ্যুৎ চলে গেলে শিশু ওয়ার্ডের নবজাতক শিশুসহ রোগীরা প্রচন্ড গরমে ছটফট করছেন। সেবিকা, কর্মচারীরাও দুর্ভোগের ভেতর সেবা কার্যক্রম চালিযাচ্ছেন।

এ ব্যাপারে হাসপাতালে নিজস্ব বিদ্যুৎকর্মী আরিফুল ইসলাম জানিয়েছেন, বিদ্যুৎ চলে গেলে ওয়ার্ডের রোগী ও স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হয়। কারণ জরুরি বিদ্যুতের ফেজ ও জেনারেটরের লাইনের সংযোগ ওয়ার্ডে নেই।

এ ব্যাপারে বিদ্যুত বিভাগ ও গণপূর্ত বিভাগ থেকে হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ টেকনেশিয়ান আব্দুস সালাম জানিয়েছেন, জরুরি প্রয়োজনের জন্য জেনারেটরের ও জরুরি বিদ্যুতের ফেজের লাইন, অফিস রুমে, অপারেশন থিয়েটারে, পরীক্ষা নিরীক্ষা বিভাগে, জরুরি বিভাগে, পুরুষ ও মডেল ওয়ার্ডে সংযোগ দেওয়া আছে। তবে অন্য ওয়ার্ডগুলোতে বিদ্যুৎ বিভাগ থেকে সংযোগের অনুমতি নেই। তিনি আরও বলেন, ১৩ কেভির জেনারেটর থাকলেও জরুরি প্রয়োজনে তা অপারেশন থিয়েটারে ও পরীক্ষা নিরীক্ষা বিভাগে ব্যবহার কর হয়। যে কারণে অন্যান্য ওয়ার্ডে সংযোগ দেওয়া সম্ভব হয় না।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের কর্মচারীরা জানিয়েছেন, ওয়ার্ডে জরুরি বিদ্যুতের ও জেনারেটরের লাইন না থাকলেও ডাক্তারদের চেম্বারে, অফিস রুমে, কয়েকজন স্টাফের বাড়িতেও ওই বিদ্যুতের লাইন রয়েছে।

এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন শাফায়াত বলেন, আড়াই মাস হচ্ছে হাসপাতালে যোগদান করেছি। সব বিভাগ সম্পর্কে এখনও জানা সম্ভব হয়নি। তবে গরমে রোগীদের ভোগান্তির কথা জানতে পেরেছি। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবিতে ভুয়া বেতন বিল তৈরির ঘটনায় তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর

জনগণের আস্থার দল বিএনপি-যশোর জেলা বিএনপির সম্মেলনে তারেক রহমান, ২য় অধিবেশনের ভোটগ্রহণ শুরু

নারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের সুরক্ষাকল্পে ছাড়নীতি গ্রহনের দাবিতে ভিসি বরাবর স্বারকলিপি প্রদান করে ববি ছাত্রদল

নাজমুল ইসলাম শাওনের লেখা হতাশার ছোবল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পবিপ্রবিতে আলোচনা সভা

২৬ মে শুরু কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫

গবিতে ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান আয়োজিত

সিরাজগঞ্জ তাড়াশে বেপরোয়া গতির মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ডিআইইউতে ১১ দিনের অবকাশ ঘোষণা