বুধবার, 16 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বৈশাখের রঙে রঙিন ডিআইইউ, ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক উৎসব উদযাপন

প্রতিবেদক
Delowar Mahmud
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ - ১২:১০ পূর্বাহ্ন

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধিঃ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এক আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন এবং বিশ্ববিদ্যালয়ের নবগঠিত কালচারাল ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিভিন্ন আকর্ষণীয় কর্মসূচির মধ্য দিয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সেজে ওঠে বৈশাখের রঙে। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাঙ্গণ। উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে মাঠের চারপাশে বসেছিল মোট ৮৫টি স্টল। শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে সজ্জিত এই স্টলগুলোতে দেখা যায় নানা ধরনের পসরা – কোথাও শোভা পাচ্ছে মুখরোচক পিঠা, কোথাও ঝলমল করছে কসমেটিকস, আবার কোথাও থরে থরে সাজানো হয়েছে বাহারি জামা-কাপড়সহ বিভিন্ন হস্তশিল্প। দিনব্যাপী এই উৎসবে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা ও উদ্যোক্তার পরিচয় তুলে ধরেন।

দুপুর গড়াতেই উৎসবের রঙ আরও গাঢ় হয় সাংস্কৃতিক পরিবেশনার মনোমুগ্ধকর ছোঁয়ায়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সাংস্কৃতিক সংগঠনের শিক্ষার্থীরা গান, নাচ, আবৃত্তি ও নাটকের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে তোলে। তবে এই আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় ব্যান্ডদল ‘শিরোনামহীন’-এর পরিবেশনা। তাদের জনপ্রিয় গানগুলোর সুরে সুরে পুরো ক্যাম্পাস যেন এক ভিন্ন আনন্দে মেতে ওঠে, যা শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটায়।

বিশ্ববিদ্যালয়ের কালচার ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান এই উৎসবের তাৎপর্য তুলে ধরে বলেন, “আমাদের কালচার ক্লাবকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার জন্য আমরা এমন একটি প্রাণবন্ত আয়োজন করেছি। ৮৫টি স্টলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আশান্বিত করেছে এবং আমরা আশা করি অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হবে। এই ক্লাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল প্রতিভার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী কাওছার আহমেদ কায়েস তার স্টলের বিশেষত্ব বর্ণনা করে বলেন, “আমাদের স্টলে মোট ১১ পদের পিঠা রয়েছে। আমরা পিঠাগুলোর ব্যতিক্রমী নামকরণ করেছি – যেমন ‘মেয়েদের মন’ (৩০ টাকা), ‘বউয়ের আদর’ (৪০ টাকা), ‘হোমমেড ভালবাসা’ (৩০ টাকা) – যা ক্রেতাদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। একটু ভিন্নভাবে উপস্থাপন করার উদ্দেশ্যেই আমাদের এই নামকরণ।”

আইন বিভাগের ৬৫তম ব্যাচের শিক্ষার্থীরা তাদের স্টল ‘শৈল্প’ নিয়ে বেশ উৎসাহী ছিলেন। তারা বলেন, “আমাদের স্টলে ১০ পদের পিঠার পাশাপাশি সুস্বাদু খিচুড়িও রয়েছে। আমরা নিজেরা হাতে তৈরি করেছি প্রতিটি খাবার, যাতে ক্রেতারা একটি ভিন্ন ও স্বাদ পেতে পারেন।”

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ইয়ানুর তার কসমেটিকসের স্টল নিয়ে বেশ সাড়া পেয়েছেন। তিনি বলেন, “আমি মূলত মেয়েদের কথা মাথায় রেখে কসমেটিকসের স্টল দিয়েছি। বিক্রি বেশ ভালো হচ্ছে, বিশেষ করে কাপলদের কাছ থেকে আমি ভালো সাড়া পেয়েছি।”

দিনব্যাপী চলা এই আনন্দঘন উৎসবের সমাপ্তি ঘটে সন্ধ্যায় জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’-এর মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনার পর এক বর্ণিল আতশবাজির ঝলকানিতে। আকাশজুড়ে রঙের এই ছটা যেন উৎসবের আনন্দকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেয় এবং সকলের মনে এক আনন্দময় স্মৃতি গেঁথে যায়। এই উৎসব ডিআইইউ ক্যাম্পাসে ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষের আনন্দকে এক নতুন উচ্চতায় নিয়ে যায় এবং কালচারাল ক্লাবের শুভ সূচনা ক্যাম্পাসের সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন দিগন্ত উন্মোচন করে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পবা হাইওয়ে পুলিশ (শিবপুর) দুর্ঘটনা কবলিত ঘাতক বাসটি জব্দ করেছে 

রাজশাহীতে লাইব্রেরিয়ান ভয়েসের বই পড়ার সচেতনতা ক্যাম্পেইন উদ্বোধন

বরগুনার তালতলীতে পিস্তল সহ জাকির নামের একজনকে পুলিশে সোপর্দ

প্রকাশ্যে এলো শেকৃবি ছাত্র শিবির

পবিপ্রবিতে শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপিত

নারায়ণগঞ্জে ৬ প্রতিষ্ঠানকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা

বুটেক্সে ফরম পূরণে ভোগান্তি, নেই প্রশাসনের সদিচ্ছা

হবিগঞ্জের সীমান্তে বিজিবি’র সতর্ক পাহারা, ২ স্তরের নিরাপত্তা বলয়

নোবিপ্রবিতে কক্সবাজার স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত

চার বছরে পা রাখল তিতুমীর কলেজে আইটি সোসাইটি