রবিবার, 15 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাবা দিবসে, বাবাকে নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ১৫ জুন ২০২৫ - ১:২৮ অপরাহ্ন

বাবা মানে সকাল থেকে রাত অবধি ঘামে ভেজা এক সংগ্রামী মুখ। যিনি ক্লান্ত হন, কিন্তু কখনো ক্লান্তি দেখান না। যার কাঁধে ভর দিয়েই আমরা দাঁড়াতে শিখি, হাঁটতে শিখি, স্বপ্ন দেখতে শিখি। বাবা মানে নিঃশব্দ ভালোবাসা, যার প্রকাশ কম কিন্তু গভীরতা অসীম। তিনি রাগ করেন, শাসন করেন, কিন্তু ভেতরে থাকে অপার স্নেহ।

আজ ১৫ জুন, বিশ্ব বাবা দিবস। প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার পালন করা হয় ‘বাবা দিবস’। দিবসটিতে নিজের বাবাকে স্মরণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের মতামত তুলে ধরেছেন -যবিপ্রবি বুলেটিন বার্তা প্রতিনিধি মো: ইমরান হোসেন।

”বাবার স্বপ্নই আমার পথচলার অনুপ্রেরণা”
সাদমান ফেরদৌস
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ (২০২০-২১ শিক্ষাবর্ষ)

আমার বাবা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। তার চোখে আমার জন্য ছিল অগাধ আশাবাদ।আমি তাকে খুব ভালবাসতাম, আজও বাসি।২০১৬ সালে তিনি আমাদের ছেড়ে চলে যান — তার আগেই থেমে যায় তার দেখা স্বপ্নের পথে হাঁটা। আমার জীবনের যেসব সাফল্য এসেছে, তার একটিও দেখে যেতে পারেননি তিনি। এই ভাবনাটাই বুকের মাঝে এক চিরন্তন খালি জায়গা। আজও আমি বাবাকে খুব মিস করি। তার শূন্যতা প্রতিটি আনন্দের মুহূর্তে কাঁদায়। তবু চেষ্টা করি — তার অসমাপ্ত স্বপ্নগুলোকে পূরণ করতে। কারণ বাবার স্বপ্নই আজ আমার পথচলার অনুপ্রেরণা।

“অসুস্থ শরীর, তবু থেমে নেই—আমাদের স্বপ্ন গড়ার কারিগর”
ফাবিহা বেলি
হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ (২০২৩-২৪ শিক্ষাবর্ষ)

তোমার রাগ, অভিমান আর নীরবতা—সবকিছুর মাঝেও আমরা ঠিকই বুঝি, তুমি আমাদের কতটা ভালোবাসো। অসুস্থ শরীর নিয়ে দেশের বাইরে গিয়ে যেভাবে প্রতিনিয়ত আমাদের ভবিষ্যতের জন্য পরিশ্রম করো, তা নিঃসন্দেহে অতুলনীয়। আমরা বারবার বলি, “আব্বু, অনেক হয়েছে, এবার একটু বিশ্রাম নাও।” কিন্তু তুমি শোনো না, কারণ তোমার মনে সবসময় আমাদের নিয়েই চিন্তা।
তুমি খুব কিপটা, জানো! নিজের জন্য কিছু চাও না—সব জমিয়ে রাখো আমাদের জন্য। তোমার এই ‘কিপটেমির’ আড়ালেও যে কতটা অগাধ ভালোবাসা লুকিয়ে আছে, সেটাই আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয়। তোমার এই নীরব ত্যাগ, নিরব লড়াই আমাদের চোখে তোমাকে এনে দিয়েছে শ্রদ্ধার অমোঘ উচ্চতায়। তুমি শুধু আমার বাবা নও, তুমি আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।
কখনো তোমাকে বলা হয়নি—তোমাকে কতটা ভালোবাসি। কিন্তু বিশ্বাস করো, আব্বু, তোমাকে সত্যিই অনেক ভালোবাসি।আল্লাহ যেন তোমাকে সবসময় সুস্থ রাখেন, শান্তিতে রাখেন—এই প্রার্থনাই করি প্রতিদিন।তুমি আমাদের ছায়া, তুমি আমাদের ভালোবাসা।

“বাবা, এক নিঃশব্দ যুদ্ধের নাম”
নিলয় বিশ্বাস
শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ(২০২২-২৩ শিক্ষাবর্ষ)

আমার কাছে বাবা মানে একজন নীরব সৈনিক, যিনি নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে সন্তানদের জন্য লড়ে যান প্রতিদিন। তার কপালের ভাঁজে লেখা থাকে সংসারের চিন্তা, চোখের নিচের ক্লান্তিতে জমে থাকে হাজারো ত্যাগ। তিনি উচ্চ স্বরে কিছু বলেন না, দাবি করেন না কোনো স্বীকৃতি—তবু তার ভূমিকাই সবচেয়ে গভীর। অামাদে একটি হাসির পেছনে তার অগণিত রাতের ঘুমহীনতা থাকে লুকানো।বাবা মানেই নিরাপত্তা, সাহস আর নির্ভরতার ছায়া।
যখন সবাই দূরে সরে যায়, তিনিই শক্ত হাতে ধরে রাখেন সন্তানের ভবিষ্যৎ। তার কণ্ঠে না থাকলেও তার কাজে থাকে ভালোবাসার অমূল্য প্রকাশ।অসুস্থ শরীরেও পরিবারের জন্য নিয়ম করে চালিয়ে যান দায়িত্বের ভার।বাবা কারও কাছে হিরো, কারও কাছে ছায়া, কিন্তু সবার কাছে তিনি জীবন গড়ার নীরব স্থপতি। তার গল্পে নেই বাহুল্য, কিন্তু প্রতিটি অধ্যায়ে থাকে ত্যাগের ইতিহাস।সত্যিই, বাবা এক নিঃশব্দে চালিয়ে যান জীবনের সবচেয়ে বড় যুদ্ধ—ভালোবাসার যুদ্ধ।

বাবা আমার শক্তি,গর্ব,পথপ্রদর্শক” আমার শক্তি,গর্ব,পথপ্রদর্শক”
সুমাইয়া আক্তার
ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ (২০২০-২১ শিক্ষাবর্ষ)

বাবার উপস্থিতি হলো সূর্যের মতন। সূর্য উষ্ণ কিন্তু সূর্য না উঠলে পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়। পাপাচারে সমস্ত পৃথিবী ভরে গেলেও  প্রার্থনার মাধ্যমে মহান সৃষ্টিকর্তার কাছে কেবলই তোমার ভালো থাকার প্রার্থনা করবো বাবা।তুমি ভাল না থাকলে আমার খুব খারাপ লাগে;কেননা তুমি আমার জীবনের অটুট ভিত, যার উপর দাঁড়িয়ে আমি পেয়েছি স্বপ্ন দেখার সাহস।তোমার নিঃস্বার্থ ভালোবাসা আর কঠিন পরিশ্রম আমার প্রতিটি পথকে আলোকিত করেছে। তুমি আমায় শিখিয়েছ লড়াই করতে, হার না মানতে, আর হৃদয় দিয়ে জীবনকে আঁকড়ে ধরতে।তোমার চোখের দৃষ্টি আমায় পথ দেখায়।বাবা দিবসে আমার হৃদয় তোমার জন্য গভীর কৃতজ্ঞতায় নত।বাবা, তুমি আমার শক্তি, আমার গর্ব, আমার চিরন্তন পথপ্রদর্শক। তোমার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে মূল্যবান ধন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বাকৃবিতে ৫৫তম স্বাধীনতা দিবস পালিত

যশোরে প্রথম গর্ভে সন্তান রেখে এপেন্ডিসাইটিস অপারেশন করলেন – ডাক্তার পানু

পাঁচবিবিতে শীতবস্ত্র বিতরণ 

নারায়ণগঞ্জে ৬ প্রতিষ্ঠানকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা

পোরশায় জামায়াতে ইসলামের ভোটকেন্দ্র কমিটির সভাপতি ও সেক্রেটারি সমাবেশ অনুষ্ঠিত

মধ্যরাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

‎ ‎যৌথ প্রকল্পের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি দল সফরে আসছে

খুলনা সহ আরো দুটি বিভাগে হবে খুবির ভর্তি পরীক্ষা

ভোক্তা অধিকার

মাইনীমুখ বাজারে ভোক্তা অধিকার আইন ২০০৯ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট

দাবি না মানায় ফের মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের