শুক্রবার, 20 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাংলাদেশ দলে গোলমেশিন হয়ে উঠতে পারে জায়ান হাকিম, অপেক্ষা কেবল সময়ের

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শুক্রবার, ২০ জুন ২০২৫ - ৪:২৭ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে দীর্ঘদিন ধরেই একটি সমস্যার নাম ‘নাম্বার নাইন’। অর্থাৎ গোল করার জন্য নির্ভরযোগ্য একজন সেন্টার ফরোয়ার্ডের অভাব। ফুটবলবোদ্ধাদের আশা, এই শূন্যতা পূরণে সমাধান হয়ে উঠতে পারেন ইংল্যান্ডপ্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফরোয়ার্ড জায়ান মোহাম্মদ জুনায়েদ হাকিম। উচ্চতা, গঠন, স্কিল আর গোল করার ক্ষুধা—সব মিলিয়ে তিনি হয়ে উঠতে পারেন দলের পরবর্তী ‘গোলমেশিন’। এখন কেবল সময়ের অপেক্ষা।

৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এ লেফট ফুটেড ফরোয়ার্ড বর্তমানে খেলছেন ইংল্যান্ডের অষ্টম টায়ারের ক্লাব অ্যান্সটে নোম্যাডসে। গত মৌসুমে ৫৫ ম্যাচে করেছেন ১৮ গোল, যা তাকে বাংলাদেশ দলের জন্য সম্ভাবনাময় একজন খেলোয়াড় হিসেবে সামনে এনেছে।

জায়ানের জন্ম লেস্টারে। ২০১৬ সালে ইংল্যান্ডের তৃতীয় টায়ারের ক্লাব ম্যান্সফিল্ড টাউনের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু। মাঠে তাঁর উচ্চতা ও শারীরিক সক্ষমতা তাঁকে আক্রমণভাগে প্রভাবশালী করে তোলে। প্রতিপক্ষের রক্ষণ ভেঙে গোলের দেখা পেতে পারেন দ্রুত গতিতে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইতিমধ্যে জায়ানকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে কাজ শুরু করেছে। বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান জানিয়েছেন, “জায়ান হাকিমের পাসপোর্ট করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র আমরা পেয়েছি। সে বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী।”

জায়ানের পরিবারের শিকড় বাংলাদেশের নোয়াখালীতে। তাঁর নানা বাংলাদেশের নাগরিক, মা স্প্যানিশ এবং বাবা অ্যান্টিগার নাগরিক। ফলে জাতিসংঘ ও ফিফার নিয়ম অনুযায়ী নানার পরিচয়ে তিনি বাংলাদেশের হয়ে খেলার যোগ্য।

এর আগে ২০২৩ সালে অ্যান্টিগা অ্যান্ড বারমুডার হয়ে দুটি ম্যাচ খেললেও তা ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, প্রতিযোগিতামূলক নয়। ফলে বাংলাদেশের হয়ে খেলতে ফিফার নিয়ম অনুযায়ী তাঁর সামনে এখন বাধা নেই।

জায়ান এরই মধ্যে কাগজপত্র পাঠিয়েছেন। তাঁর জন্মনিবন্ধন, ডুয়েল সিটিজেনশিপ সার্টিফিকেট এবং বাংলাদেশের পাসপোর্ট তৈরির কাজ চলছে। এরপর ইংল্যান্ড এফএ ও ফিফার ছাড়পত্র পেলেই তিনি জাতীয় দলে খেলার সুযোগ পাবেন।

সব ঠিকঠাক চললে ৯ অক্টোবর সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচেই অভিষেক হতে পারে জায়ান হাকিমের। সেই ম্যাচে হয়তো ‘গোলমেশিন’ নামের শুরুটা দেখবে লাল-সবুজের দর্শক।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে হয়ে গেলো ৩য় গবেষণা মেলা

বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত

নড়াইলে ভুয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের কাছে অর্থ দাবি

হবিগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশী মদ উদ্ধার, গ্রেফতার ১

ইবি রোভার স্কাউটের নতুন সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম

ঢাকা থেকে গ্রামের বাড়িতে গিয়েও রক্ষা হলো না আ.লীগ নেত্রী দোলনার 

পবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট নিয়োগ

বাকৃবিতে “বোরো বীজ ধান কর্তন-২০২৫” উদ্বোধন

আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে পবিপ্রবির আইন অনুষদের দাপুটে জয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফের সভাপতি ফয়সাল, সম্পাদক লতা