মঙ্গলবার, 27 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

টানটান উত্তেজনায় শেষ হল বুটেক্সসাসের ফুটবল টুর্নামেন্ট

প্রতিবেদক
মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি
মঙ্গলবার, ২৭ মে ২০২৫ - ১০:০৭ পূর্বাহ্ন

ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত ‘টার্ফ নেশন’-এ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বুটেক্সসাস) কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২৫ মে) রাত ১১:৩০ মিনিটে টুর্নামেন্টটির উদ্বোধন হয়। এতে বুটেক্সসাসের সভাপতি মো. রফিকুল ইসলাম-এর নেতৃত্বাধীন দল ২-০ গোলে বিজয়ী হয়। রানার্সআপ হয় সাধারণ সম্পাদক মো. তাওসিক জারিফ সিয়াম-এর নেতৃত্বাধীন দল।

এবারের টুর্নামেন্টে অংশ নেয় বুটেক্সসাসের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহ-সভাপতির নেতৃত্বাধীন ২৪ সদস্যের তিনটি দল। পুরো মাঠ পরিণত হয় আনন্দ, প্রতিযোগিতা ও বন্ধুত্বের এক মিলনমেলায়।

বুটেক্সসাসের এই আয়োজন সম্পর্কে জানতে চাইলে সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, “সমিতি বরাবরই সদস্যদের দক্ষতা বিকাশ ও পারস্পরিক বন্ধনকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। শুধু লেখালেখির মধ্যেই নয়, আমরা চাই আনন্দ, খেলাধুলা ও সৃজনশীলতায়ও সবাই অংশ নিক। প্রথমবারের মতো আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট আমাদের সেই প্রচেষ্টারই একটি অংশ। আমি বিশ্বাস করি, এই আয়োজন সদস্যদের মাঝে সৌহার্দ্য, সহযোগিতা ও দলগত চেতনা আরও দৃঢ় করবে।”

সাধারণ সম্পাদক মো. তাওসিক জারিফ সিয়াম বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাংবাদিকদের সংগঠন অন্যান্য যে কোনো ক্লাব বা সংগঠনের চেয়ে আলাদা। লেখাপড়ার পাশাপাশি তাদের বিভিন্ন বিষয় লক্ষ্য রাখতে হয় ও কাজ করে যেতে হয়। ক্যাম্পাস সাংবাদিকদের উপর যেমন একটি আলাদা দায়িত্ব রয়েছে, তেমনি সারা বছর বিনা পারিশ্রমিকে সাংবাদিকতা করাও একটি চ্যালেঞ্জিং বিষয়। তবুও সাংবাদিকরা স্বেচ্ছায় ও আগ্রহে কাজ করে যায় সারা বছর। এই কাজের প্রতি যেন কোনো ক্লান্তি না আসে, তারই উদ্দেশ্যে আমাদের এই ছোট্ট আয়োজন। আশা করি, ভবিষ্যতে এ ধরনের আয়োজন আমাদের ক্যাম্পাস সাংবাদিকদের তাদের কাজে মনোনিবেশ করতে অনেক সহায়তা করবে। যারা বিজয়ী হয়েছে, তাদের অভিনন্দন এবং যারা বিজয়ী হতে পারেনি, ভবিষ্যতে তারা চেষ্টার মাধ্যমে বিজয় অর্জন করবে বলে আমি আশাবাদী।”

দপ্তর সম্পাদক ইকবাল হাসান মাহমুদ সাজিদ বলেন, “বুটেক্স সাংবাদিক সমিতি প্রথমবারের মতো যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে, তা নিঃসন্দেহে একটি অত্যন্ত ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ। আমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছি। যদিও চ্যাম্পিয়ন হতে পারলে আনন্দ আরও দ্বিগুণ হতো, তবুও খেলায় জয়-পরাজয় থাকবেই—এটাই খেলাধুলার সৌন্দর্য। এই ধরনের আয়োজন একাডেমিক চাপ থেকে কিছুটা মুক্তি দিয়ে মানসিক স্বস্তি ও বিনোদনের একটি সুন্দর মাধ্যম হিসেবে কাজ করে। আশা করি, বুটেক্স সাংবাদিক সমিতির পক্ষ থেকে ভবিষ্যতেও এমন আরও প্রতিযোগিতামূলক ও প্রাণবন্ত খেলাধুলার আয়োজন অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, বুটেক্স সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ের একটি সক্রিয় ও সৃজনশীল সংগঠন, যা শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চার পাশাপাশি নেতৃত্বগুণ, পারস্পরিক সহযোগিতা ও ক্রীড়াচর্চা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। গত বছর আয়োজন করা হয়েছিল ডার্ট টুর্নামেন্ট। তারই ধারাবাহিকতায় এবার ভিন্ন আমেজে এবং বড় পরিসরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদে ছাত্রদলের নিন্দা প্রকাশ

জাককানইবি উপচার্যের নামে ভুয়া আইডি তৈরি করে প্রতারণার চেষ্টা

রায়পুরায় অবৈধভাবে চাঁদা উত্তোলনের বন্ধ করলো প্রশাসন!

ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি কালাম, সম্পাদক রাকিবুল

এসএসসিতে গোল্ডেন এ প্লাস: পবিপ্রবি প্রো-ভিসির পুত্র হিসান মুহতাসিমের কৃতিত্ব

অসহায় নাট্যকর্মীর মানবেতর জীবনযুদ্ধ: তরণী কান্ত সেনের হার না মানা সংগ্রাম।

খুবি সংস্কারের লক্ষ্যে দাবি উত্থাপন মঞ্চের আয়োজন

যবিপ্রবিতে উন্নত মম শির’র উদ্যোগে গণ-ইফতারের আয়োজন

বশেমুরবিপ্রবির বিভাগ ল্যাব পরিদর্শনে ভিসি প্রো ভিসি

কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া পূর্ব পাড়ায় বার্ষিক সুন্নী মহাসম্মেলন আগামী ২ ফেব্রুয়ারি