রবিবার, 1 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পঙ্গুত্বের পথে শিক্ষার্থী, হল সংস্কারে ব্যর্থতার অভিযোগে প্রভোস্টের পদত্যাগ দাবি

প্রতিবেদক
মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ১ জুন ২০২৫ - ৫:৫৬ পূর্বাহ্ন

 

 

জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) মির্জা আজম (প্রস্তাবিত বিজয় ২৪) হলের আবাসিক ছাত্র ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মাশরুর জামান মোল্লা (রোশান) গোসল করতে গিয়ে পা পিচলে পড়ে আহত হয়ে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপালের ভর্তি হয়৷ এরপর উন্নতর চিকিৎসার জন্য হাসপাতাল কতৃপক্ষ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন৷ জানা যায়, শিক্ষার্থী মাশরুর রোশান মির্জা আজম হলের নিচতলার ১০৯ নম্বর কক্ষে থাকতেন৷ গত বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে গোসল করতে ওয়াশরুমে গেলে পা পিচলে পড়ে পায়ের গোড়ালীর রগ কাটা পড়ে৷ চিকিৎসকরা জানান, ৮২দিন পা নাড়াচাড়া করতে পারবে না মাশরুর৷ তবে এমন দূর্ঘটনা পঙ্গুত্বের দিকে নিয়ে যেতে পারে মাশরুরকে বলে জানান চিকিৎসকরা৷ 

 

 

নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান মাশরুরের বাবা মারা গিয়েছে ২০০৯ সালে৷ মা একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করেন৷ ক্যাম্পাসের সামনে ফটোকপির দোকান দিয়ে কোনমতে নিজের পড়াশোনার খরচ জোগাতেন তিনি৷ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জুলাই গনঅভ্যুত্থানে জড়িত মাশরুর অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসের বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনেও সম্মুখে ছিলেন৷ পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা ব্যয়ভার বহন ও পড়াশোনায় দেখা দিয়েছে চরম অনিশ্চিয়তা৷ 

 

 

এদিকে এমন ঘটনার পর তোলপাড় উঠে নানা সমস্যায় জর্জরিত আজম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ ফরহাদ আলীর বিরুদ্ধে৷ প্রভোস্টের পদত্যাগ, হল সংস্কার, রোশানের চিকিৎসা ব্যয়ভার গ্রহণ এবং বড় ধরণের ক্ষতি হলে কর্মসংস্থানের ব্যবস্থার৷ 

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ ‘জামালপুর সাইন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি ফ্যামিলি এবং জাবিপ্রবি শিক্ষার্থী সংসদ’ এ এমন দাবি তোলে শিক্ষার্থীরা৷ শিক্ষার্থী আবদুল্লাহ আল মিনহাজ লিখেন, ‘হল প্রভোস্টের পদত্যাগ চাই৷ হলের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তাকে অনেকবার বলা হলেও বরাবরই তিনি ব্যর্থ হয়েছেন। যিনি ছোট্ট একটা হল পরিচালনা করতে পারেনা তাকে আমরা চাই না। শিক্ষার্থীদের সমস্যা সমাধানে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার মতো দক্ষ হল প্রভোস্ট চাই।’ শিক্ষার্থী ফারুক আহমেদ লিখেন, ‘একটা মাত্র ছোট হল৷ এই হলের ওয়াশরুমগুলো এতটা বাজে আমি নিজেও ২/৩ বার পড়ে গিয়েছি। আজকে এতবড় একটা দুর্ঘটনা ঘঠে গেলো এসবের দায়ভার কে নিবে? হল প্রভোস্ট এই ছোট্ট একটা হলের ম্যানেজমেন্ট করতে পারেনা। সত্যিই লজ্জাজনক৷’ মনির আহমেদ লিখেন, ‘আমার প্রথম পরীক্ষার দিন আমি পড়ে গিয়ে প্যান্ট ছিঁড়ে গেছে। বেসিনের পাইপ ফেটে গেছে এটা সারতে ও নাকি বাজেট লাগে।’ ফাহাদ আহমেদ লিখেন, ‘আজ এত মাস হয়ে গেল৷ এতবার অভিযোগ সমস্যার কথা বলা হলো৷ যেন মেজর প্রবলেম গুলো সলভ করেন৷ কিন্তু এর বিপরীতে কোনো ইতিবাচক সাড়াই পাওয়া গেল না৷’ আতিকুর রহমান লিখেন, ‘হল প্রভোস্ট এ দায় এড়াতে পারবেন নাহ। তাকে জবাবদিহি করতেই হবে৷ হলের কোন উন্নয়ন দৃশ্যমান নেই।’ ফাহিম হোসেন লিখেন, ‘লিগ্যালি হল এলোটমেন্টের জন্য আমি লিখিত আবেদন দিয়েছিলাম কিন্তু সাড়া পাইনি৷ লজ্জা থাকলে করে ফেলত (পদত্যাগ) এতদিন৷ চরম ব্যর্থ একজন প্রভোস্ট৷’

 

 

জাবিপ্রবিতে ছাত্রদের একমাত্র আবাসিক এই হলে দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত বলে জানান একাধিক শিক্ষার্থী৷ নেই লিগ্যাল সিট বরাদ্দ, নিয়মিত পরিষ্কার করা হয় না পানির ট্যাংক, যার জন্য অনেকের চুলকানি হয়। বাথরুমের উপর পাইপ থেকে পানি পড়ে এবং অপরিচ্ছন্ন থাকে৷ নষ্ট খাওয়ার পানির ফিল্টার। নিম্নগতির ওয়াইফাই। নেই ওয়াশরুমে প্রয়জনীয় জিনিসপত্র৷ রুমের ভিতর রঙ খুলে পড়ে৷ হলে নেই ফাস্টএইড ও এম্বুলেন্স সুবিধা ইত্যাদি বলে জানান শিক্ষার্থীরা৷ 

 

 

এ ব্যাপারে আহত শিক্ষার্থী মাশরুর রোশান জানান, ‘প্রভোস্ট প্রচন্ড দায়িত্বহীন লোক৷ হলের বিষয়ে অমনোযোগী৷ খেয়ালই রাখেন না হলের৷ ক্লিনিং তো অন্তত সুন্দরভাবে করতে পারে৷ ক্লিনিংও কর্মচারীদের বকাঝকা করে আমাদের করিয়ে নিতে হয়৷ ঐ ভিসি স্যার যেদিন পরিদর্শনে আসেন কিংবা এখন আমি আহত হওয়ার পর পরিষ্কার করবে৷ পুরো ক্যাম্পাসে একজন মাত্র সুইপার৷’ হল প্রভোস্টের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মাশরুর জানান ‘সিনিয়ররা যদি মনে করেন প্রভোস্টকে সরানো উচিত সরান৷’ 

 

 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ ফরহাদ আলী বলেন, ‘অনেকেই যেটা লিখেছে ভুল তথ্য লিখেছে৷ তারা কি লিখেছে এটা তাদের বিষয়৷ এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিবেন৷ রোশান ও তার মায়ের সাথে সার্বক্ষনিক কথা বলছি৷ কাল ভিসি স্যার আসলে তার চিকিৎসার ব্যয়ের ব্যাপারে আলোচনা হবে৷ শিক্ষার্থীরা বিভিন্ন দাবি জানিয়েছে এটা ঠিক৷ আমাদের প্রক্রিয়া চলমান মোজাইক উঠিয়ে টাইলস করা হবে৷ হলে রং করা হবে, রাস্তা ও সাইকেল রাখার শেড নির্মান করা হবে৷ প্রসিডিউর এখনো শেষ তারপর টেন্ডারে গিয়ে কাজ শুরু হবে৷  

 

 

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান জানান, ‘মাশরুরের সাথে কথা বলেছি৷ এ ব্যাপারে কাল বসবো যথাসম্ভব হেল্প করার চেষ্টা করবো৷ আর হল রিনোবেশনের টেন্ডার এস্টিমেটেড হয়ে গেছে৷ বিশ্ববিদ্যালয় খুললে কয়েকদিনের মধ্যেই ইউজিসিতে যাবে এবং টেন্ডারিং হবে৷ হল মেক্সিমামই রিনোটেড করা হবে৷ টেন্ডারিং হওয়ার আগ পর্যন্ত যথাসম্ভব পরিষ্কার রাখতে বলছি৷ প্রভোস্ট যদি প্রপারলি কাজ না করে সেটাও দেখতে হবে৷’

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবির গণিত বিভাগের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

রোনালদোর দ্বিতীয়ার্ধের গোলেই সমতা, ট্রাইব্রেকারে পর্তুগালের শিরোপা জয়

২০০ কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের মামলার অনুমোদন

কিডনিতে পাথর ঝুঁকি কমাতে যেসব ফল উপকারী

পবিপ্রবিতে ইউনিসেফ ইয়ুথ অ্যাডভোকেসি ক্যাসকেড ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

উলিপুরে চলছে ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির রমরমা ব্যবসা

আজমল হোসেন চৌধুরী জাবেদের উদ্যোগে দিরাইয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পোরশায় ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে ঃমিলবে নানা নাগরিক সেবা

ইবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দুর্নীতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি

হাবিপ্রবি মজার ইস্কুলের নেতৃত্বে শুভ-রাকিবুল