সোমবার, 19 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

দুই দিনব্যাপী বুটেক্স দাওয়াহ কমিউনিটির ‘রাইস উইথ দ্বীন–২০২৫’ ক্যাম্পেইন

প্রতিবেদক
মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি
সোমবার, ১৯ মে ২০২৫ - ১০:০২ অপরাহ্ন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বুটেক্স দাওয়াহ কমিউনিটির উদ্যোগে প্রথমবারের মতো ‘রাইস উইথ দ্বীন–২০২৫’ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ১৯ মে থেকে ক্যাম্পেইনটি একাডেমিক বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে শুরু হয় এবং ২০ মে পর্যন্ত চলবে।

‘সুযোগ রয়েছে নিজেকে একজন ভালো মুসলিম হিসেবে গড়ে তোলার’—এই প্রতিপাদ্যে বুটেক্স দাওয়াহ কমিউনিটির এই বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। ক্যাম্পেইনের প্রধান আকর্ষণ হলো সদস্য সংগ্রহ (Empower the Da’wah)। এর পাশাপাশি রয়েছে ইসলামিক বই ক্যাম্পেইন ও আতর ক্যাম্পেইন। এছাড়াও একাডেমিক বিল্ডিংয়ের মসজিদের প্রবেশদ্বারের দেয়ালে থাকবে গ্রাফিটি কার্নিভালের বিশেষ আয়োজন।

ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইমদাদ সরকার ক্যাম্পেইন সম্পর্কে বলেন, বুটেক্স দাওয়াহ কমিউনিটি একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন, যার যাত্রা কুরআন ও সুন্নাহর আলোকে প্রাপ্ত জ্ঞান মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার মহৎ উদ্দেশ্যকে কেন্দ্র করে। এ লক্ষ্যে তারা নিয়মিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে, যার মধ্যে অন্যতম হলো বুক ক্যাম্পেইন।

বুক ক্যাম্পেইনের মাধ্যমে তারা বিভিন্ন স্বনামধন্য প্রকাশনী থেকে জ্ঞানসমৃদ্ধ ও মননশীল লেখকদের বই সংগ্রহ করে, যা শিক্ষার্থীদের জন্য পাঠ, উপহার ও আলোচনার মাধ্যম হিসেবে এক অপূর্ব সুযোগ তৈরি করে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে ক্যাম্পাস সংস্কৃতির নামে অনেক সময় অসুস্থ ও বিভ্রান্তিকর ধারা জায়গা করে নিচ্ছে। এর বিপরীতে সুস্থ জ্ঞানের চর্চা এবং চিন্তাশীল পরিবেশ গড়ে তোলার প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। বুটেক্স দাওয়াহ কমিউনিটির এ প্রয়াস নিঃসন্দেহে একটি গঠনমূলক সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে।

সংগঠনটির এ মহৎ উদ্যোগকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে প্রতি সেমিস্টারে এমন আয়োজন অব্যাহত রাখার অভিমত প্রকাশ করেন তিনি এবং আহ্বান জানান যেন আরও বেশি নতুন সদস্য ও স্বেচ্ছাসেবক যুক্ত হয়ে এ কাজে অংশগ্রহণ করে।

বুটেক্স দাওয়াহ কমিউনিটির ভাইস প্রেসিডেন্ট মো. অনিক হাসান বলেন, নিজেকে একজন ভালো মুসলিম এবং ভালো মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে বুটেক্স দাওয়াহ কমিউনিটির সদস্য সংগ্রহ কার্যক্রম, যা চলবে আগামী ২০ মে পর্যন্ত।

সদস্য সংগ্রহ কার্যক্রমের সাথে রয়েছে ইসলামি জীবনযাপনের সাথে সম্পর্কিত পারফিউম, আতর ও খেজুর।

তিনি বলেন, ইউরোপীয় যুগের পূর্বে মুসলিমদের ছিল জ্ঞান-বিজ্ঞানের এক সমৃদ্ধ ইতিহাস। সেই ইতিহাসকে পুনরায় জাগ্রত করতে এবং ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে বই পড়ার কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যকে সামনে রেখে রাখা হয়েছে ইসলামিক বুক ক্যাম্পেইন, যেখানে রয়েছে ইতিহাস, বিজ্ঞান ও আত্মশুদ্ধির ওপর বিভিন্ন বই। এ নিয়ে তৃতীয়বারের মতো বুটেক্সে বুক ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

৪৮তম ব্যাচের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইউসুফ হাসান প্রয়াস বলেন, ইসলামি জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। বুটেক্স দাওয়াহ কমিউনিটির এই ক্যাম্পেইন আমাদের ছাত্রজীবনেই দ্বীনের আলোয় আলোকিত হওয়ার সুযোগ করে দিয়েছে। এখানে কুরআন-হাদীসভিত্তিক গুরুত্বপূর্ণ বইয়ের পাশাপাশি রয়েছে সুন্নাহসম্মত পণ্য—যেমন খেজুর, আতর ও মধু। দাওয়াহ কমিউনিটির এই সুন্দর আয়োজনে সবাইকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। আসুন, আমরা জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের জীবনের উদ্দেশ্যকে জানি ও বাস্তবায়নে সচেষ্ট হই।

উল্লেখ্য, এর পূর্বে চলতি বছরের ২ ও ৩ মার্চ এবং ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর বুটেক্সে এমন বুক ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছিল। সেই সময় আয়োজকরা প্রায় ৯০০-এর বেশি বই শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেন বলে জানা যায়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় জিপিএ পদ্ধতি সংস্কারের দাবিতে বাকৃবি উপাচার্যের কাছে স্মারকলিপি

ডিআইইউর প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এ.বি.এম মফিজুল ইসলাম পাটোয়ারীর ২১তম মৃত্যুবার্ষিকী পালিত

শিবেরডাঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১১টি দোকান পুড়ে ৬৫ লাখ টাকার ক্ষতি

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের প্রথম ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

পাবিপ্রবিতে “এটিএফ সাব-প্রজেক্ট; ফিনানশিয়াল ম্যানেজমেন্ট” বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

পাবিপ্রবি শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে কুবিতে গণস্বাক্ষর ও প্রতীকী অনশন কর্মসূচী

যশোরে প্রথম গর্ভে সন্তান রেখে এপেন্ডিসাইটিস অপারেশন করলেন – ডাক্তার পানু

শোকের ছায়া নেমে এসেছে রেজোয়ানের বাড়ীতে

আদালতের রায় এবং সরকারি নির্দেশনা কোনটাই মানেন না আনন্দমোহন কলেজের প্রভাষক আবুল বাশার