সোমবার, 26 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আলেক চাচার পাশে খুবির প্রাক্তন শিক্ষার্থীরা: চুরি যাওয়া ভ্যানের বদলে উপহার পেলেন নতুন ভ্যান

প্রতিবেদক
Ratul Khan
সোমবার, ২৬ মে ২০২৫ - ১:০৬ অপরাহ্ন

খুবি প্রতিনিধি:

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যিনি শুধু এক দোকানদার নন, ছিলেন আড্ডার সঙ্গী, সহানুভূতির মানুষ—সেই প্রিয় মুখ আলেক চাচার ভ্যান চুরির খবর ছড়িয়ে পড়ার পরই আলোচনায় আসে পুরো বিশ্ববিদ্যালয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে হতাশার গল্পে ছায়া ফেলতে দেননি খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। তাঁদের উদ্যোগেই চাচার জীবিকার একমাত্র অবলম্বন হিসেবে একটি নতুন ভ্যান উপহার দেওয়া হয়েছে।

রবিবার (২৫ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের পাশের হলরোড এলাকায় এক অনাড়ম্বর আয়োজনে চাচার হাতে নতুন ভ্যানটি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী।

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, “আলেক চাচা আমাদের ছাত্রজীবনের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তাঁর দোকানে বসেই কেটেছে কত আড্ডা, আলোচনা আর স্বপ্ন দেখার সময়। তাঁর দুঃসময়ে পাশে থাকতে পেরে আমাদেরও ভালো লাগছে। আমরা যখন বন্ধু ও বড় ভাইদের কাছে চাচার কথা বললাম, সবাই উৎসাহ নিয়ে এগিয়ে এলেন। আমরা চাই আলেক চাচা ভালো থাকুন।”

ভ্যান হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান আলেক চাচা। তিনি বলেন, “আমি সবসময় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দোয়া করি। ছেলেরা এভাবে আমার পাশে দাঁড়াবে, কখনো ভাবিনি। ওদের কাছে আমি চিরঋণী।” চাচার জন্য ভ্যান কেনার অর্থ জোগাড় করা হয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের স্বেচ্ছা অনুদানের মাধ্যমে। এই উদ্যোগে বিভিন্ন ব্যাচ ও ডিসিপ্লিনের অনেক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ