মঙ্গলবার, 17 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির গুঞ্জন উড়িয়ে দিলেন ট্রাম্প

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ - ৪:৫১ অপরাহ্ন

তড়িঘড়ি করে কানাডায় অনুষ্ঠিত জি-সেভেন (G7) সম্মেলন ছেড়ে যাওয়ার পর আলোচনায় উঠে এসেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকেই ধারণা করেছিলেন, ইরান-ইসরায়েলের মধ্যকার উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাজ করতেই সম্মেলন ছেড়ে ওয়াশিংটনে ফিরছেন তিনি। তবে ট্রাম্প নিজেই সেই ধারণা সরাসরি উড়িয়ে দিয়েছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ভুলভাবে বলেছেন, আমি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে কাজ করতে জি-৭ সম্মেলন ছেড়েছি। এটা সম্পূর্ণ মিথ্যা! তিনি জানেনই না আমি কেন ফিরছি। তবে এটা নিশ্চয়ই কোনো যুদ্ধবিরতির জন্য নয়।”

ট্রাম্পের এমন বক্তব্যে রহস্য আরও ঘনীভূত হয়েছে। তিনি জানান, “আমি ফিরছি আরও বড় কোনো বিষয় নিয়ে। অপেক্ষায় থাকুন!”

তবে ঠিক কী সেই ‘বড় কিছু’, তা খোলাসা করেননি ট্রাম্প। বরং পোস্টের শেষে তিনি যুক্ত করেছেন একটি রহস্যময় বার্তা—”স্টে টিউনড!” (সাথেই থাকুন)।

উল্লেখ্য, ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যে এমন মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। অনেকেই ধারণা করছেন, ট্রাম্প হয়তো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি কিংবা আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষাপটে বড় কোনো ঘোষণা দিতে যাচ্ছেন।

জি-৭ সম্মেলনে মার্কিন প্রতিনিধিত্বের দায়িত্বে থাকা সত্ত্বেও এই আকস্মিক প্রস্থান এবং তার পরের বক্তব্য, ভবিষ্যতের রাজনৈতিক চমকের ইঙ্গিত কি না, সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু

সর্বশেষ - বিশেষ সংবাদ